) প্রতি দশ বছর অন্তর (১) আদম শুমারি (২) কৃষি শুমারি এবং (৩) অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ ও সরবরাহ।
(২) মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators) যথা: সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরূপণের তথ্য সংগ্রহ ও সরবরাহ।
(৩)ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাসভিত্তিক ভোক্তা মূল্যসূচক (CPI) নিরূপণের তথ্য সংগ্রহ ও সরবরাহ।
(৪)বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরির হার ও মজুরি সূচক প্রস্ত্ততের তথ্য সংগ্রহ ও সরবরাহ।
(৫)বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্ততের তথ্য সংগ্রহ ও সরবরাহ।
(৬)গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও জনমিতিক নির্দেশক প্রস্ত্ততের তথ্য সংগ্রহ ও সরবরাহ।
(৭)শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সরবরাহ।
(৮)খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্ত্তত ও সরবরাহ।
গ্রাহক/সেবাগ্রহণকারী (Users):
(১) সরকারি/বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতাসংস্থা, নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ ও গবেষক, শিক্ষক-শিক্ষার্থী।
প্রতিশ্রুতি (Commitments):
(১)স্বল্পতম সময়ের মধ্যে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন।
(২)তথ্য/উপাত্ত প্রক্রিয়া ও পরিজ্ঞাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার।
(৩)বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে চাহিদামাফিক উপাত্ত সরবরাহ ।
(৪)পরিসংখ্যানিক কার্যক্রম সময়োপযোগী ও ত্বরান্বিতকরণ।
(৫)প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা।
প্রত্যাশা (Expectations):
(১)তথ্য প্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগিতামূলক মনোভাব।
(২)তথ্য সংগ্রহকারীগণকে স্বল্পতম সময়ের মধ্যে সঠিক তথ্য/উপাত্ত প্রদান।
(৩)পরিসংখ্যানের মান বৃদ্ধিকল্পে পাঠক/ ব্যবহারকারীগণের নিকট থেকে গঠনমূলক পরামর্শ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS